
“Not being perfect is also part of life”
it's not about us, it's about all of us
কলি কথা E-magazine : 2nd issue
“বৈশাখ”
“হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥
তোমার মোহন এল ভীষণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে–
বুঝি এল তোমার সাধনধন চরম সর্বনাশে॥
বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।
এবার জাগ্রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে–
বুঝি এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে॥”
হয়তো এই গানেই পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের (উত্তর বঙ্গ) মেচ সম্প্রদায়ের মানুষেরা তাদের আগমনী নৃত্য করতে ব্যাস্ত। একে স্থানীয় ভাষায় বলা হয় বৈশাগু নৃত্য। ১লা বৈশাখ থেকে তিন দিন ধরে মেচ যুবক-যুবতীরা এই নৃত্যোৎসব করে থাকে। এই উৎসবে তরুণীরা সানছালি রঙিন নকশি কাপড়ের ওড়না, গলাবন্ধনী পরিধান করে। এরা ঢোল, বাঁশি, করতাল নিয়ে ― নতুন নতুন গান এবং নাচের মধ্য দিয়ে এই উৎসব পালন করে। “বৈশাখ” শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। বাঙালী আর নববর্ষ নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। কারণ শুধু এটাই যে বাংলা নববর্ষ শুধু কোনো উৎসব নয়; এটা রোদে তপ্ত মাটিতে প্রথম বৃষ্টির জলে ভেজা মেটেল গন্ধের মতো। এর অনুভূতি যতবারই উপভোগ করুন না কেন, আপনার তৃষ্ণাতুর মন কখনই ক্ষান্ত হবেনা এই অনুভূতিকে পুনরায় উপভোগ করার জন্য।
এই বৈশাখে কিছু প্রসিদ্ধ বাঙ্গালীর জন্মদিন:-
১ বৈশাখ – রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ইতিহাসবিদ
২ বৈশাখ – উল্লাসকর দত্ত, স্বাধীনতা সংগ্রামী
৩ বৈশাখ – অমৃতলাল বসু, সাহিত্যিক ও সংগীতজ্ঞ
৮ বৈশাখ – নবকৃষ্ণ ভট্টাচার্য, কবি ও শিশুসাহিত্যিক
৯ বৈশাখ – ড. জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিজ্ঞানী
১৩ বৈশাখ – শরৎচন্দ্র পণ্ডিত (দাদাঠাকুর), রস-সাহিত্যিক ও সংগীতজ্ঞ
১৯ বৈশাখ – সত্যজিৎ রায়, চলচ্চিত্র পরিচালক ও শিশুসাহিত্যিক
২১ বৈশাখ – প্রীতিলতা ওয়াদ্দেদার, স্বাধীনতা সংগ্রামী
২৫ বৈশাখ – রবীন্দ্রনাথ ঠাকুর, কবি ও সাহিত্যিক
২৬ বৈশাখ – গুরুসদয় দত্ত, ব্রতচারী আন্দোলনের প্রবর্তক
২৬ বৈশাখ – অতুলচন্দ্র গুপ্ত, সাহিত্যিক
৩১ বৈশাখ – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্ম ধর্মনেতা
এই বৈশাখে কিছু প্রসিদ্ধ বাঙ্গালীর মৃত্যুদিন:-
২ বৈশাখ – অদ্বৈত মল্লবর্মণ, সাহিত্যিক
৩ বৈশাখ – প্রবোধকুমার সান্যাল, সাহিত্যিক
৪ বৈশাখ – বারীন্দ্রকুমার ঘোষ, স্বাধীনতা সংগ্রামী
৯ বৈশাখ – সত্যজিৎ রায়, চলচ্চিত্র পরিচালক ও শিশুসাহিত্যিক
১৩ বৈশাখ – রাজশেখর বসু (পরশুরাম), সাহিত্যিক
১৭ বৈশাখ – প্রফুল্ল চাকী, স্বাধীনতা সংগ্রামী
২৬ বৈশাখ – প্রমথনাথ বিশী, সাহিত্যিক
২৬ বৈশাখ – ড. জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিজ্ঞানী
২৯ বৈশাখ – সুকান্ত ভট্টাচার্য, কবি
৩১ বৈশাখ – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, গবেষক ও অধ্যাপক।
আমাদের “কলি কথা”র E-magazine এর 2nd issue তে যারা যারা যুক্ত হয়েছেন তারা হলেন-
- সৌহিত দাস
- ঋতপা ব্যানার্জী
- সন্তু ব্যানার্জী
- সৌরদীপা ঘোষ
- তৃষিক বোস
- তিলক মুখার্জি
- অঙ্কন গুহ
- রুমা চক্রবর্ত্তী
- রাজু চক্রবর্তী
- সুদীপ দাস
আপনারা পুনরায় এই অল্প সময়ের মধ্যেই, আমাদের অনেক লেখা,কবিতা ও আরও অনেক আপনাদের সৃষ্টি পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত; পর্যাপ্ত সময় না পেয়ে আমিও পুনরায় সে গুলিকে E-magazine এ যোগ করতে পারিনি। এই ত্রুটির জন্য আমি একান্ত দুঃখীত। তবে কথা দিলাম, আমাদের “কলি কথা”র তৃতীয় isaue তে আপনাদের সৃষ্টি গুলি যোগ করবোই। তাই সাহিত্যের এবং আমাদের প্রতি ভালোবাসা নিয়ে, আপনারা আমাদের পাশে থাকুন।
Click on the download button for downloading our 2nd E-magazine
সম্পূর্ণ সম্পাদনা,ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ এবং ডিজাইনিং,ই-ম্যাগাজিন তৈরি এবং ডিজাইনিং এবং পরিচালনায় আমি – সাহেব সরদার। ব্লগ পোস্ট এবং অন্যান্য সকল Proof reading এ – দীপান্বিতা সানা।
Make a one-time donation
Make a monthly donation
Make a yearly donation
Choose an amount
Or enter a custom amount
Support us if possible. Your contribution is appreciated.
Your contribution is appreciated.
Your contribution is appreciated.
DonateDonate monthlyDonate yearly