The Devourer of the Fear
Who lives on our Fear

"আমি ভয় পাই না"-উক্তিটি প্রায়সই লোকমুখে শোনা যায়। এমন বহু মানুষ আছেন,যারা এই উক্তিটিকে সাফল্য মন্ডিত করেছেন যথার্থ ভাবে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমরা কোনো না কোনো রকম ভাবে,সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই ভয় পেতে খুব ভালোবাসি। সে প্রথম আগুন দেখেই হোক বা আকাশের নক্ষত্র পতন দেখে, কিংবা সেটা অজানাকে জেনে হোক বা কোনো কিছু অদেখা কে দেখে!সেই আদি কাল থেকেই আমাদের মানস চক্ষের আড়ালে,এমন অনেক মহাজাগতিক-ব্যাখ্যাহীন বিষয় বা বস্তু আছে যারা খুব সন্তর্পণে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আমাদের মাঝে, যাকে ধর্মে দৈবিক বলে, আর বিজ্ঞানে illogic! আর আমাদের এই বিস্তীর্ণ চরাচরেই এমন অসংখ্য লোককথা আছে,যেখানে এই সব লৌকিক বা অলৌকিকের গন্ডি পেরিয়ে বাসা বেঁধেছে এমন কিছু আদিম বিস্ময়।স্কটিশ লোককথা অনুসারে এমনই এক আদিম ও অজানা শক্তির উল্লেখ পাওয়া যায়; যাকে "Wraith"(রিথ) বলে পরিচয় দেওয়া হয়েছে। বর্তমানে বহু ফিকশনাল গল্প,ফিল্ম,ওয়েব সিরিজে এর উল্লেখ থাকলেও উৎসের দিক থেকে বলতে গেলে- এই Wraith আমাদের ইহলোকের প্রাণী বা জীব নয়। এরা আমাদের মানস চক্ষের আড়ালে থাকা সূক্ষাতিসূক্ষ মাত্রার(Dimension) মাঝে বাস করে। যখন কোনো জীবিত প্রাণী প্রায় মৃত্যুর প্রাঙ্গনে বা সদ্য মৃত হয়েছে, তখনই এই "রিথ" এর আভির্ভাব হয় আমাদের সবার চোখের আড়ালে! কেন জিজ্ঞাস করছেন?উত্তর হলো নিজের ক্ষুধা মেটাতে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুষে নেয় সেই সব মৃত বা মৃতপ্রায় প্রাণীদের উর্জা। আর যখন এরা এই ভাবে নিজের ক্ষুধা নিবারণ করে উঠতে পারেনা তখনই এরা আসে আমার কাছে! রাতের অন্ধকারে হোক বা দিনের আলোয় যখনই আপনি ভয় পাবেন তখনই এরা এসে আপনার ভয় কে শুষে; নিজের ক্ষুধা নিবারণ করবে! তাইতো রাত্রে ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখে আপনি যখন ভয় পান,আপনার মনে হয় না যে, আপনি ঘুম থেকে জেগে উঠেছেন কিন্তু তবুও সেই দুঃস্বপ্ন দেখে চলেছেন বা কোনো কারণবশত চোখ খুলতে পারছেন না আর নিজের শরীরকেও নড়াতে পারছেন না! হয়তো কোনো এক দৈবিক বলে বলুন বা illogic কারণে; আপনার অবচেতন মনও জানে যে যদি এই সময় আপনি চোখ খোলেন তাহলে এমন এক ভয়ঙ্কর মহাজাগতিক জিনিস দেখবেন যেটা দেখার জন্য আমরা কখনই প্রস্তুত নই। * এই সম্পূর্ণ ব্লগটি folklore এর উপর ভিত্তি করে লেখা। ছবিটি আমার কল্পনায় রচিত, আসল বা প্রচলিত Wraith এর ছবি গুগল খুড়োর কাছে পেয়ে যাবেন। ✒️- আমি;সাহেব Proofreading- দীপান্বিতা সানা।"I'm not afraid" - the saying is often heard in public. Many people have made this statement a success. But the thing is, we love to be scared in one way or another since prehistoric times. Whether he/she sees fire for the first time or he/she sees the stars falling in the sky, or he/she knows the unknown or he/she sees something which is not meant to see!!! From the earliest times; behind the eyes of our humanity, there are many cosmic-unexplained things or objects which have very carefully maintained their existence among us - which is called divine in religion, and illogic in science! And we also have countless folk tales all over this vast expanse, where some primitive wonders have crossed the boundaries of all these miracles or wonders. According to Scottish folklore, such a primitive and unknown force is mentioned; Which has been identified as "Wraith". Although it is currently mentioned in many fictional stories, films, and web series; in terms of its origin, this Wraith is not an animal or a creature of our world! They live in the subtle dimensions behind our psychic eyes. When a living creature is almost on the verge of death or just died, then this "Wraith" appears behind the eyes of all of us! Why are you asking? The answer is to fulfil their hunger. Yes; that's right. They absorb the energy of those dead or dying living beings to devour them throughout their existence. And when they can't satisfy their hunger in this way, then they come to us! Whether it is in the darkness of night or in broad daylight, whenever you are afraid, they come in silence and Devour your fears! So when you are having a nightmare in your sleep and you are scared, although you are almost woken or trying to; it's still hard for you to open your eyes or move your body. And somehow in this condition, you are still having that nightmare! Maybe this is happening for one of those divine or illogical reasons! Your subconscious mind also knows that if you open your eyes at this time, you will see a terrifying cosmic thing that we are never ready to see!?* This entire blog is based on folklore. This image is my imaginative creation, the original or conventional image of Wraith can be found on Google.✒️- Saheb

https://instagram.com/sahebthebaka?utm_medium=copy_link