গ্রামের স্কুল পড়ুয়ারা নিখোজ হয়ে যাচ্ছে, ঝোপের মধ্যে গেলেই উধাও, কি হচ্ছে তাদের সঙ্গে ? এটি কি কোন ভূতুড়ে কান্ড নাকি এর পেছনে আছে অন্য কেউ?
“শুধু গল্পের জন্য”
নমস্কার বন্ধুরা।
আচ্ছা;হেমেন্দ্র কুমার রায় বলতে তার লেখা কোন গল্পের কথা মনে পড়ে!জানি; নস্টালজিয়ায় মন ভরে গেছে আমাদের পাঠক বন্ধুদের।তার লেখা গল্প গুলোর স্বাদটাই ভিন্ন ছিল স্কুল জীবনে।আর সেই পুরোনো নস্টালজিয়ার স্বাদ পুনরায় পেতে; ঘুরে আসুন আমাদের মিডিয়া পাটনার "শুধু গল্পের জন্য" অডিও স্টোরি চ্যানেলে, তাদের নতুন গল্প "জগৎশেঠের রত্নকুঠি" শুনতে।
গল্পের লিঙ্ক নীচে দেওয়া হলো।