INTERVIEWS

Our 1st interview with Mr Pritam Mukhopadhyay; the Founder, Director, and voice over artist of “Eso Golpo Pori’ & ‘Thrilling Thursday” -‘s YouTube channel is available now on our official YouTube channel “Koli Katha/কলি কথা”. Click on the Upper Blue button to watch the interview. Here are some amazing glimpses of this interview.

Glimpses of “কিছু গল্প-কিছু কথা”

খোঁজ
সংহিতা ঘোষাল
কুয়াশা ঘেরা আলপথে
সমুদ্রের বেলাভূমে হেঁটেছি পথ আলোকবর্ষে   করেছি খোঁজ জীবন জুড়ে। জীবনের লাভ-ক্ষতি আছে যত অলিগল বুনে মায়াজাল খানি খুঁজে ফিরি আজ‌ও আমি।

সংহিতা ঘোষাল

  • ১.লেখালিখি শুরু কবে থেকে?
  • লেখালিখি শুরু কবে থেকে এটা বলা মুশকিল কারণ আমার একটা শখ বলা যায় ছোট থেকে আছে সেটা হল কোনো কিছু দেখলে, শুনলে সেই বিষয়ে কিছু লেখা। অবশ্যই তখন তা সীমাবদ্ধ ছিল খাতার শেষ পাতায় অথবা পুরোনো ডায়রির ধূসর পাতায়।সেই লেখার শখ‌ই আজ ছোটগল্প হয়ে ধরা দেয় আমার কলম আর খাতার পাতায়।

“মা আমার”- কবিতা

  • ২.লেখার জন্য প্রেরণা পান কার কাছ থেকে বা কাদের কাছ থেকে?
  • প্রথম প্রথম লেখা ডায়রি বা খাতাতে থাকলেও আমার মা আমার লেখার পাঠক এবং সমালোচক‌ও বটে। ফলে মায়ের সাথে দৈনন্দিন জীবনে বহু কথা এবং আমার লেখার সমালোচনা আমাকে প্রেরণা দেয় লেখার জন্য। তবে ফেসবুকে আমি কিছু কিছু লেখা অন্যদের সাথে ভাগ করে নিতে গিয়ে দেখলাম পাঠকরা ভালো ভাবে গ্রহণ করছে।ফলে লেখার জন্য এটা অক্সিজেন বলা যায়।
  • ৩.কার লেখা ভালো লাগে?
  • লেখা ভালো লাগে বলতে রবীন্দ্রনাথের ছোটগল্প, উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঐতিহাসিক উপন্যাস এককথায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বারবার পড়েও শেষ হয় না আমার কাছে। বর্তমান লেখকদের মধ্যে যদি বলেন তাহলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়,প্রচেত গুপ্তর লেখা আমার অন্যতম ভালো লাগা।তরুণ লেখকদের মধ্যে বিনোদ ঘোষাল এবং সাদাত হোসাইনের লেখা আমার মনের কাছের। হয়তো জীবনের স্তরগুলো, অনুভূতিগুলো এনাদের লেখায় খুঁজে পাই বলে।
প্রাপ্তি
  • ৪.অন্যতম প্রিয় চরিত্র?
  • প্রিয় চরিত্র বলতে কৈশোর থেকে ফেলুদা যে স্থান করে নিয়েছে মনে তা থেকে মনে হয় না বেরোনো সম্ভব।
  • ৫.মূলত আপনি কী লেখা পছন্দ করেন?
  • আমি ছোটগল্প লেখা পছন্দ করি। জীবনের স্তরগুলো আয়নায় যেভাবে দেখি ঠিক সেইভাবে আমার ছোটগল্প পাঠকদের দেখায় জীবন জুড়ে থাকা স্তরগুলো, অনুভূতিগুলো।কবিতা লিখি মনের খেয়ালে।
  • ৬.কোন কোন ব‌ইতে লেখা প্রকাশিত হয়েছে?
  • টার্মিনাস প্রকাশনা থেকে গল্প গুজব, আঁচল ছায়ার দাগ, সাতকাহন প্রকাশনীর থেকে পর্জন্য সংহিতা, কচিপাতা প্রকাশনী থেকে কবিতা সংকলনে কবিতা এবং গল্প সংকলনে গল্প প্রকাশিত হয়েছে।বেশ কিছু লিটিল ম্যাগাজিন যেমন পাঞ্জেরী, পাঞ্চালি , সাতকাহন প্রকাশনীর দীপাবলী সংখ্যায় লেখা প্রকাশিত হয়েছে। “কলি কথা” ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে গণতন্ত্রের উৎসবে প্রশ্ন লেখাটি।
  • ৭.আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে?
  • ইচ্ছা আছে পাঠকদের আরো কিছু ছোটগল্প উপহার দেওয়ার। জীবনের আয়নায় সম্পর্কগুলো আবার দেখার সুযোগ করে দেওয়া।
“একই মঞ্চে; সহলেখিকা দের সাথে”

লেখিকা শতরূপা শাসমলের লেখা তার প্রথম একক বই “মৃত্যু মহোল্লাস”

  • Q-1) About Yourself
  • I am from Paschim Medinipur. I have done my completed MA in English from vidyasagar University. I started my literary journey from January 22, in a Facebook group, Vut Vutum.
  • Q-2) Interesting quote about Literature World
  • The more you know, the more you know, you don’t know.
  • Q-3) Can you tell us a bit about your book?
  • Yes of course. Mrityumohollas is a psychological thriller. The book is an exploration of some critical psychological problems.
  • Q-4) What three things should readers expect from your book?
  • Mystery, Thrill, and suspense.
  • Q-5) If your book is adopted into a movie who will play your main character?
  • Maybe, it is my audacity to think of him, but.. The one and only Anirban Bhattacharya….
  • Q-6) Can you tell us something about your favorite character of your creation?
  • Actually, all characters of Mrityumahollas are my favorite. But, I must mention one, that is Atri, she is very brilliant, and brave, and … No, I don’t want to tell you everything about her.. When readers read the book, they will realize everything…….
  • Q-7) Can you tell us about your favorite character of the favorite author?
  • Byomkesh Baksi, and sharlok Holmes. I like both of them very much, because, they are men of sharp intelligence and detective power.
  • Q-8) How did you come up with the idea of writing your book, and what is your inspiration?
  • Actually, over a few months, I had been thinking of a psychological thriller, then I researched some psychological problems. Then I started to write the book.
    Well, in this case. I must tell you one name; The movie “Murder 2”.
  • Q-9) Who is your favorite crime thriller, and mystery author?
  • Arthur Conan Doyle.
  • Q-10) When do you write?
  • In night. Yes; I am a night owl.
  • Q-11) How do you track the progress of your writing projects? Do you go by word count, hours, or finished projects?
  • After finishing my projects; I track the progress of my writing projects.
  • Q-12) Any thoughts on our website and the “Koli Katha” youtube channel?
  • I am regularly contributing to “Koli Katha” with my writings by publishing different literary contribution. This magazine and youtube channel are gradually winning readers’ public esteem and popularity. I wish it progresses further.

Thanks for Contribution in Our Magazine and in the Literature World. And best wishes for your New book.

Saheb-Koli Katha

  • ABOUT THE AUTHOR
    লেখিকা ইন্দিরা দাশের জন্ম এবং বেড়ে ওঠা পূর্ব বর্ধমানের কালনা শহরে। ইংরাজী সাহিত্যে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে অল্পবিস্তর সাহিত্যচর্চার দিকে মনোনিবেশ করেন তিনি। বিবাহ পরবর্তী জীবনে যা সঠিক মাত্রায় বিস্তার লাভ করে। বর্তমানে তিনি উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসাতের বাসিন্দা। ওনার কাহিনীর প্লটের মধ্যে জটিলতা থাকলেও ব্যক্তিগত জীবনে তিনি বেশ সহজ চিন্তাধারার মানুষ।
    উনি মনে করেন, “কিছু শখ বাস্তবে পরিণত হয় যদি তাতে তোমার নিষ্ঠা জড়িয়ে থাকে।”

INTERVIEW:-
Q. Can you tell us a bit about your book?
 এখনও পর্যন্ত আমার লেখা একটাই কাহিনী একক বই হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে আরও একটি একক বই প্রকাশের পরিকল্পনা চলছে। এছাড়াও বেশ কিছু সংকলনে আমার লেখা কাহিনী অনেক গুণী মানুষের সাথে স্থান পেয়েছে। বর্তমানে আমার কাহিনী অবলম্বনে প্রকাশিত বইটির নাম “CITY OF SORROWS” (সিটি অফ সরোস)। এটি একটি মনস্তাত্বিক রোমাঞ্চ (Psychological Thriller) কাহিনী। যেখানে একটি প্রাপ্তবয়স্ক যুবক ছোটবেলা থেকেই তার মধ্যে নারীত্বের অস্ত্বিত্ব অনুভব করে এবং সেটাকেই সে স্বীকার করতে চায়। কিন্তু এক কঠিন সামাজিক পরিস্থিতি তার সেই ইচ্ছাকে কখনও স্বীকৃতি প্রদান করে না। যার ফলে ঘরে বাইরে শুরু হয় এক প্রবল প্রতিদ্বন্দ্বিতা। যাতে কিছুটা অগ্নিসংযোগ করেন এক বিশিষ্ট পুলিশ অফিসার। যার ফলশ্রুতি, কিছু শিউরে ওঠা ঘটনাপ্রবাহ। কিভাবে সেই যুবকটির সাথে ওই পুলিশ অফিসারের পরিচয় ঘটে এবং তাদের শেষ পরিণতি কি হয়, সেটাই এই কাহিনীর মূল বিষয়বস্তু।
এবারে আসি কাহিনীর নামকরনের বিষয়ে। এই কাহিনীতে তথাকথিত নায়কোচিত কোন চরিত্র নেই। কিছু মানুষের নেতিবাচক চিন্তাধারার বহিঃপ্রকাশ রোমাঞ্চকর কিছু ঘটনার আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে। আর সমগ্র ঘটনাপ্রবাহ স্থান পেয়েছে কোলকাতা শহরেই। যার অপর নাম, City of Joy (সিটি অফ জয়)। এছাড়াও কাহিনীর পরিসমাপ্তিতে সঠিক অর্থে কোন সমাধানসূত্র পাওয়া যায় না। অনেক কথা অন্ধকারের মধ্যেই মিলিয়ে যায়। তাই এই কাহিনীর নাম “CITY OF SORROWS” (সিটি অফ সরোস)।

Q. What three things should readers expect from your book?
 আমার কাহিনীতে ডার্ক প্লটের আধিক্য বেশী।
এটি একটি থ্রিলার কাহিনী।
স্থান-কাল-পরিস্থিতির বিচারে এবং তার সাথে যুক্ত বিভিন্ন মানুষের চরিত্রায়নের তাগিদে এমন কিছু শব্দ এবং বাক্যের ব্যবহার করা হয়েছে, যার ফলে কাহিনীটি “প্রাপ্তমনস্ক”-দের জন্য চিহ্নিত। কিন্তু আমি মনে করি একটি কাহিনীর মূল চিন্তা লুকিয়ে থাকে তার ঘটনা বিন্যাস এবং সেগুলির সঠিক পরিস্ফুটনের মধ্যেই।

Q. If your book is adapted into a movie, who will play your main character?
 যারা এখনও আমার বইটি পড়েননি, তাদের জন্য আমি মূল চরিত্রের নামটা এখন বলছি না। তবে আমার কাহিনী নিয়ে সিনেমা তৈরী হলে মূল চরিত্র হিসাবে আমার পছন্দ,

বাংলা – শাশ্বত চ্যাটার্জী।
হিন্দি – মনোজ বাজপেয়ী অথবা পঙ্কজ ত্রিপাঠি।
দক্ষিন ভারতীয় – প্রকাশ রাজ।

Q. Can you tell us something about your favorite character of your creation?
 অভয় সান্যাল – ক্ষুরধার মস্তিস্ক এবং অসাধারণ সাহসের মিশেলে তৈরি একজন মানুষ। তবে এর বেশী কিছু বললাম না, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যেতে পারে।

Q. Can you tell us something about your favorite character of another author?
 নিঃসন্দেহে ফেলুদা। সত্যজিৎ রায় মহাশয় সৃষ্ট এই চরিত্র বারে বারে আমাকে মুগ্ধ করে। যদিও আমার পক্ষে এখনও ফেলুদাকে চিনে ওঠা সম্ভব হয়নি।
 
Q. How did you come up with the idea of writing your book? What is your inspiration?
 City of Sorrows কাহিনীটি শুরুতে কখনোই বই হিসাবে প্রকাশ করার কথা ভাবা হয়নি। এটা নিছকই একটা ডার্ক থ্রিলার হিসাবে লিখেছিলাম। একটি বিশেষ ওয়েবসাইটে কাহিনী প্রকাশের পর অসংখ্য পাঠকের শুভকামনা এবং তাঁদের প্রত্যাশা, আমাকে কাহিনীটির পরবর্তী অংশ লিখতে বা ভাবতে অনুপ্রাণিত করে। বই লেখা এবং লেখালিখির এই জগতে পা রাখার জন্য আমার অনুপ্রেরণা আমার স্বামী স্নেহাদ্রি শেখর দাশ এবং আমার অগণিত পাঠককুল।

Q. Who is your favorite Crime, Thriller & Mystery, author?
 সত্যজিৎ রায়

Q. When do you write? In the morning or at night?
 আমার যখনই সময় সময় হয় এবং মাথার মধ্যে কিছু লেখা আসে আমি চেষ্টা করি সেটা লিখে ফেলতে। তবে দুপুরে এবং রাত্রে লেখার অভ্যেসতা বেশী।

Q. How do you track the progress of your writing projects? Do you go by word count, hours, or finished projects?
 একটা কাহিনীর ভূমিকা, তার বিস্তার এবং সব শেষে কাহিনীর সঠিক পরিসমাপ্তি আমার কাছে সর্বদা প্রাধান্য পায়। সেক্ষেত্রে আমি সময়, শব্দ বা অন্য কোন বিষয়ে খেয়াল রাখি না।

Kolkata book fair 2023( A glimpse of meeting with writer Indira Das & Publisher of KOLI KATHA PUBLICATION)
Advertisements
Q. Any thoughts on our website and the koli Katha Publication and youtube channel?

 “কলি কথা”-এর বিষয়ে বলতে গেলে সবার আগে যে দুটি কথা মাথায় আসে সেটা হল ‘নিষ্ঠা’ এবং সততা। আপনাদের কাজের মধ্যে যা আমি বারবার খুঁজে পাই। কলি কথা ওয়েবসাইটটি নিঃসন্দেহে অসাধারণ। ইউটিউব চ্যানেলটির বিষয়ে আমি এখনও সেভাবে অবগত নই। আশা রাখব আগামী দিনে ইউটিউবে অনেক মনোগ্রাহী কাজ দেখতে পাবো। দিনে দিনে আরও শ্রী বৃদ্ধি ঘটুক আপনাদের, সেই কামনা করি।
 
 
Thanks and regards,
Indira das  

Thanks for Contribution in Our Magazine and in the Literature World. And best wishes for your New book.

A owl studying
A owl studying
SAHEB SARDAR – KOLI KATHA PUBLICATION

%d bloggers like this: