Digital-Magazine

1st issue

কলি কথা/KOLI KATHA E-MAGAZINE 1st ISSUE

It's not about us, it's about all of us

চৈত্র বা চৈৎ(সংস্কৃত: चैत्र) বাংলা সনের দ্বাদশ ও সমাপনী মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের প্রথম মাস। আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এর দিন সংখ্যা ৩০। মূলত বসন্তের মূল আমেজ পাওয়া যায় ফাল্গুনের শেষার্ধ থেকে চৈত্রের প্রথমার্ধ পর্যন্ত। বসন্তের প্রধান পরিচয় এর লাল হলুদ ফুল। তাই কবি বলেন- ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত! সম্পূর্ণ বাংলায় বসন্তের ফুল বললেই শিমুল আর পলাশ ফুলের কথা সবার আগে মনে পড়ে! উভয় ফুলের রঙই লাল।আর এই রূপ ও তেজে মুগ্ধ হয়ে তাই তো কবিগুরু বলেছেন-

‘প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।

এ সংসারের নিত্যখেলায়

প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে

হাজার লোকের

হাস্য-পরিহাস–

মাঝখানে তার

তোমার চোখে আমার সর্বনাশ।।

আমের বনে দোলা লাগে,

মুকুল প’ড়ে ঝ’রে–

চিরকালের চেনা গন্ধ

হাওয়ায় ওঠে ভ’রে।

মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়,

ক্ষণে ক্ষণে বসন্তদিন

ফেলেছে নিশ্বাস–

মাঝখানে তার

তোমার চোখে আমার সর্বনাশ।’

“প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস”——রবীন্দ্রনাথ ঠাকুর

Advertisements

ভাবছেন এতো বকে যাচ্ছি কেন ? কারণটা আর কিছুই নয়, শুধু এই বাংলা বছর শেষের মাসে আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসা মাত্র। আর সব আড্ডাতেই যেমন অসংখ্য মিশ্র অনুভূতি, অভিজ্ঞ্যতা, বিষয় থাকে। তেমনই বিষয়, আমাদের ও আপনাদের আড্ডাতেও আছে! কি জানতে চান? তাহলে তো মশাই আপনাদেরকে একবার আমাদের E-magazine টা পড়তে হয়! হ্যাঁ আমাদের E-magazine ! নাম তার “কলি কথা”! – ‘এই কলির বুকে আমার, আপনার, আমাদের কিছু কথা’।এই বছর শেষের চৈত্রের শেষ দিন গুলিকে স্মরণীয় করতে আর আপনাদের সাথে আড্ডা দেওয়ার আর কোনো উত্তম মাধ্যম খুঁজে পাইনি। তাইতো চলে এলাম আপনাদের কাছে আপনাদেরই সৃষ্টি লেখা, ছবি, কবিতা, প্রবন্ধ আরও কত কি নিয়ে! আর এটা শুধু এই মাসেই নয়, প্রতি মাসেই আমরা এই ভাবেই আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো, আপনাদেরই পাঠানো সৃষ্টি নিয়ে। তাই বন্ধুরা সাথে থাকুন।

Advertisements

আমাদের “কলি কথা”র E-magazine এর ১st ইস্যুতে এ যারা যারা যুক্ত হয়েছেন তারা হলেন-

আপনারা এই অল্প সময়ের মধ্যেই, আমাদের অনেক লেখা, কবিতা ও আরও অনেক আপনাদের সৃষ্টি পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত পর্যাপ্ত সময় না পেয়ে আমি সে গুলিকে E-magazine যোগ করতে পারিনি। এই ত্রুটির জন্য আমি একান্ত দুঃখীত। তবে কথা দিলাম , আমাদের “কলি কথা”র দ্বিতীয় isaue তে আপনাদের সৃষ্টি গুলি যোগ করবোই।

Click on the download button for downloading our 1st E-magazine

  • সম্পূর্ণ সম্পাদনা, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ এবং ডিজাইনিং, ই-ম্যাগাজিন তৈরি এবং ডিজাইনিং এবং পরিচালনায় আমি – সাহেব সরদার।
  • ব্লগ পোস্ট এবং অন্যান্য সকল Proof reading এ – দীপান্বিতা সানা।

Advertisements
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: